বুধবার, ১ জুলাই, ২০১৫

সেখ সাদ্দাম হুসেন

মুখোমুখি : কবি ও পাঠক
সেখ সাদ্দাম হুসেন



মুখের মাপ রেখে যাও
খাবারের মজলিস থেকে ডুগরে ফেরা
পাঠক;
কবিদেরও অন্ন লাগে
পিঠ-চাপড়ানি আর পকেটের এত যন্ত্রনা
হাত ভরতে পারছি না
সৌজন্যের মৌমাছি চাষ কমিয়ে দিচ্ছি
আজকাল। সমপ্রেমে
আমরা মাতাল ফলাই। আর
কবিতা থেকে অ্যালকোহল চুষতে চুষতে

তেলির-ডাঙায় ফেরি করি উভয়মুখী গান।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন