বুধবার, ১ জুলাই, ২০১৫

মাহমুদ নজির

নিরুদ্দেশ
মাহমুদ নজির



অতিবৃষ্টি, ঝড়ঝাপটা, দূরন্ত ঘূর্ণি
আর নদী তীর বেয়ে ফেঁপে ওঠা
জলের নাচন এইসব দেখতে দেখতে
আমিও ভেসে চলছি থৈথৈ
 
আষাঢ়ের ধারাজলে...মন বিমোহিত !
 
সাধের নাও সাজিয়েছি এবেলায়,
 
তোমাকে নিয়ে যাবো সুজন
 
বাদিয়ার ঘাটে। আলতা, চুরি,
চোখের কাজল, চুলের ফিতা,
 
মেসি, মাজন সব কিনে নেবো
 
ঘুরে ঘুরে। বৃষ্টি আসুক নেমে, প্রবল বৈঠায় ধার টেনে টেনে ছলছল হারিয়ে যাবো দুজন নিরুদ্দেশ...
এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন