শুক্রবার, ১ মে, ২০১৫

রূপক সান্যাল


এত মোহ
রূপক সান্যাল



এত মোহ ছড়িয়ে রেখেছ এই পথে,
দু'চারটে তুলে নেব?
আমি যা চাইপুরো একশ'ভাগই চাই -
একটা চুমুও যেন মাটিতে না পড়ে ...
বুক ভ'রে শ্বাস নিইআঃ,কী সুঘ্রাণ
এই মোহগুলির

এত মোহ ছড়িয়ে রেখেছ -
এর দু'চারটে কি আমার জন্য নয়?













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন