শপথ
অরিন্দম চন্দ্র
চল আর এক বার
যাই,
আরও এক বার
ডানা মেলি
যদিও আকাশে
কালপেঁচাদের অবিরাম ঘোরাফেরা আজ
বাতাসে রক্তের
নোনতা স্বাদ।
তিতকূটে এই
জগতে যত কথা
যত গান যত সুর
যত ব্যথা
বিহ্বল সুখের
ভাষার জোগান দিয়ে ভাসাত আমাকে-তোমাকে
আজকে অসাড়
তারা।
তবুও প্রিয়তমা,
তোমার
স্তনসন্ধির উষ্ণতা মেখে
আরো একবার
হারিয়ে যেতে মন চায়
মুষ্টিবদ্ধ
শপথে শত্রুর বুলেটকে বুকে নিতে।।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন