ডাক
দর্শনা বসু
মহুয়াতে আজ
বুঁদ হয়ে আছে
অজানা সিক্ত
সুখ,
পলাশ ও তুই
বেহায়া গালেতে
কেন যে দেখিস মুখ।
মরণ তো জানি
ডেকেছে আমায়
ভোরের ভৈরবীতে,
সেও কিছু রাত
কিনে নিতে চায়
হয়তো আচম্বিতে।
যে ফুলে আমার
গেঁথেছি সকাল
সাঁঝ বিকেলের
গান,
সেই সুবাসেই
বাঁধা পড়ে থাক
অনন্য অভিমান।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন