শুক্রবার, ১ মে, ২০১৫

শিবলী শাহেদ

অপেক্ষা
শিবলী শাহেদ



স্প্রিং-বলটা পড়েই গেল।
বেখেয়ালি সিসিলিয়ার হাত থেকে
একবারে কেন্দ্রজলে।
সেদিন থেকেই তো বসন্তের শুরু।
আমরাও ভোজবাজির উৎসবে ব্যস্ত হয়ে পড়লাম খুব।
ওটাই ভুল।
বসন্তরা হারিয়ে গেল
হারায় নি কেবল বুড়ো সি-ম্যানের অপেক্ষা।
সে আজও সিসিলিয়াকে আমন্ত্রণ জানিয়ে পত্র লেখে।
সিসিলিয়া সন্ধ্যার বোন,
তোমার স্প্রিং-বলের অপেক্ষায় আমরা
আজো এই শহরের আত্মাকে ধারণ করে আছি।
দেখ, কিভাবে সাইলেন্সের ঘ্রাণ লেগে যাচ্ছে

বাতাসে বাতাসে ....









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন