শুক্রবার, ১ মে, ২০১৫

শৌনক দত্ত


লেগে থাকো যার চোখে চশমায়..
শৌনক দত্ত



কাঁচরোদ শহরের পথে হেঁটে যায়
বুকের বোতামে তুমি সোনালী সুখ
আনন্দযজ্ঞে বিগত রাত্রির তন্ময়তা
আমার নিমন্ত্রণ সুনীল আকাশ ছুঁয়ে
তোমার চোখে রেখে দেয় আহুতি
অমীমাংসিত সুখবোধ বুকে
নিগুঢ় গুহাচিত্রের আগুন
ভায়োলিন বাজায় কে
করপুটে দেখি তুমি
হাতের রেখা জুড়ে নিদ্রামগ্ন মুখ
আকুলতায় মোড়া এক পৃথিবী প্রেম!













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন