শুক্রবার, ১ মে, ২০১৫

শমীক জয় সেনগুপ্ত

এত ভয় কেন মনেতে তোমার
শমীক জয় সেনগুপ্ত



এত ভয় কেন মনেতে তোমার-
না হয় একটু হাতে মেখে নিলে পাপ,
না হয় একটু নাড়াঘাটা করে মন
কুড়িয়ে নিলে প্রেমিকের অভিশাপ।


এত জড়োসড়ো কিসের জন্য তুমি-
না হয় একটু বকা খাবে এরপর-
না হয় একটু ভেঙে মোম হবে চাঁদ;
প্রেম গড়িয়েছে, প্রশ্নটা তারপর।


এত সংশয় এই হাত দুটো ধরে !
না হয় এবার অধঃপাতেই যাবে,
ভরা শ্রাবণে না হয় আকাশ ভিজিয়ে-
লিফলেট জুড়ে ভালোবাসা হাতড়াবে।










এবং একুশ

1 টি মন্তব্য: