শুক্রবার, ১ মে, ২০১৫

মৈনাক সেনগুপ্ত


সুজেটের জন্য
মৈনাক সেনগুপ্ত


শহরে নিয়ন-রাতে
মেয়েটি একলা হাঁটে
অজানা অগ্নিপথে ।
নিয়নে ঘোর তমসা;
শহরে রোজ কুয়াশা ।
কেন মেয়ে চলার নেশা?
তুফানে আকাশঢাকা ।
জানি তোর পলকা পাখা।
হাতে স্রেফ প্রদীপশিখা
দুপাশে দত্যিদানো ;
পায়ে পায়ে চোখরাঙানো।
মেয়ে তুই থামলি কেন?
হঠাৎ ই থামলে হবে?
মেয়ে তুই বুঝবি কবে?
আমি তোর পথ চেয়ে যে ।
হেঁটে হেঁটে ক্লান্ত নাকি ?
এখুনি দিস না ফাঁকি ।
মুখ তোল চোখটা দেখি ।
মৃত চোখে ঐ তো আগুন ।
তোর লাশে জ্যান্ত ফাগুন ।

তুই সব আগামী ভ্রূণ ।







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন