রবিবার, ১ নভেম্বর, ২০১৫

ইন্দ্রাণী সরকার



অলৌকিক
ইন্দ্রাণী সরকার




বিভিন্ন রূপ ও পরিচয়ে এসে যায় 
অদ্ভুত সব চরিত্রের সমাবেশ 
অলৌকিক নদীজল সরে সরে যায় 
সংগ্রামের মাঠে ওড়ে 
একরাশ কালো ধুলো 
লাল শাড়ি সবুজ জামায় 
ঘিরে থাকে মাঠ 
অবাক রাজা খলখলিয়ে হাসে 
চোখ মুখ ঢাকে কাপড় আঁচলে 
ফলের ঝুড়িতে বেচে যাওয়া ইজ্জত 
যত্নে কুড়োয় ভিজে শাড়ির আঁচল









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন