আমি চলেছি একান্তর
দীপঙ্কর বেরা
এক পা এক পা করে বাইরে এসেও
দেখতে পেলাম না
আমার বাইরে কে ?
তুমি তোমরা সে তাহারা
জগৎ জুড়ে মাটির খেলায়
সেই তো আমরা ।
হাত ঘুরিয়ে সেই আবার নাকে এসে
নাকে দড়ির সীমানা খুঁজছি ,
যেখানেই পা ফেলছি
শক্ত ভিত কিন্তু একটুও জমি নেই ;
বাস্তুহারা হয়ে শুধু ঘুঘু পাখির ডাক শুনছি ।
বড় দাঁও মারতে কে আর ছিপ ফেলছে
সরাসরি পোষ্টিং
হেলায় দখলদারী
সমস্ত বাইরে ঢুকে গেল যে যার ঘরের ভেতরে
আর আমিও ঘাড় ঘুরিয়ে ঘর পাই না ;
লুকোচুরির ছন্নছাড়া
অবান্তরের দরজায় খিল তুলে
হয়তো নাক ডাকছে ।
সম্মুখ আরও সুগভীর
আমি চলেছি সেই অনাবিল আশায় ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন