কি বলিস মন? কষ্টকুমারী?
কিসের এত খবরদারী?
তুই তো জানিস-
তোর জন্য সব ছাড়তে পারি...
তোর জন্য ঘুম ভাঙা ভোর
রাতের আকাশ- সেও তো তোর
তোকেই দিলাম বৃষ্টি আমার
ফাগুন রাতে মন হলো ভার...
কি বলিস মন? কষ্টবিলাস?
সত্যি বল,
স্পষ্ট করে দেখতে কি পাস?
মনের ভিতর তোর বসবাস
রঙিন সুতোয় বাঁধছি যে
প্রাণ
দেখ তো চেয়ে, তোরই তো নাম...
সব ছেড়েছি... ‘অগ্রাধিকার’
‘আইনানুগ’
চাই তো শুধু ‘শেষটুকু থাক’
তাও বলবি দুঃখবিলাস?
পারলি এমন?
আর কি ছাড়বো?
আর কী কী চাস?
জানি তুমি প্রতিবারই পড়ো, এবারও পড়বে। উত্তরের অপেক্ষায় রইলাম...
ওমা, আপনারা আবার আমার কথা শুনে সময় ব্যয় করছেন কেন? ‘এবং একুশ’ তো তৈরী। আপনারা বরং ডুব দিন একুশ কবিতায়, আমার তো শবরীর প্রতীক্ষা...
সর্বাঙ্গীন সমৃদ্ধির শুভ কামনা নিরন্তর...
সুস্মিতা বসু সিং
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন