রবিবার, ১ নভেম্বর, ২০১৫

কাশীনাথ গুঁই




বিউটিস্পট 
কাশীনাথ গুঁই


অনেক খুঁজেছি -
গালের তিলটা তোমার।
রাতের আঁধারে পেয়েছি
শুধু শরীরী পেলবতা -
ক্ষণিকের ভালোলাগা।
অনেক দূর থেকেও
খুঁজে বেড়াই মনে মনে
গালের তিলখানা -
ফিরে পাই ভালবাসা।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন