রবিবার, ১ নভেম্বর, ২০১৫

দোলা ঘোষাল





শরীরী
দোলা ঘোষাল

<<<<<<<<<<<< 
জ্বলন্ত অরুন্ধতী
<<<<<<<<<<<<<< 

স্বপ্নগুলো হারিয়ে যায়
যন্ত্রনার মাঝে,
সামাজিক থেকে মানবিক
পুরোটাই সাজানো পটভূমি
ভালবাসাকে হাটের মাঝে
বিকিকিনির পসরা করা
তাই তো করে সবাই
নীলাঞ্জনা হতে চেয়েছিল
তার প্রেমিকের চোখে
নীল পরী
আজ সে হয়ে গেছে
লাল মাটির লাল পরী;
স্বপ্নগুলো এভাবেই হারিয়ে যায়;
যন্ত্রনার মাঝে;
একবিংশ শতাব্দীর মাঝে
দাঁড়িয়ে আজও চলে
শরীরী বেচাকেনা;
নারী আজও ভোগ্যা!
নারী আজও সস্তা;
শরীরী গন্ধে আজও
জেগে ওঠে পিশাচের দল!
স্বপ্নগুলো হারিয়ে যায়
এভাবেই যন্ত্রনার মাঝে!
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন