বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ মৈনাক সেনগুপ্ত




ধর্মযুদ্ধ
মৈনাক সেনগুপ্ত



ফিরে আসে ।
ফিরে ফিরে আসে দু:স্বপ্নের রাত ।
কৃপাণলাঞ্ছিত পবিত্র শরীর
আরও একবার ইচ্ছামৃত্যু চায় । ধর্মযুদ্ধ !
অহর্নিশ হাহাকারে
ধর্ম শুধু যুদ্ধবীজ বপন করে । বিশুদ্ধ যুদ্ধের বিষ ।
যে ঈশ্বর নিজেকে রক্ষা করতে আশ্রয় নেয়
বুলেটের খোলে
করুণা হয় তার প্রতি ।
তাহাদের প্রতি ।
হে নানারঙে রঙীন ঈশ্বর
যে নামই ধারণ করো
অন্তরে লালন করো আদিগন্ত ঘৃণার শস্যক্ষেত !
তবুও
.....ছিন্ন আঙুল; উষ্ণ রক্তস্রোত আর
গলিত শবের পুণ্যভূমি থেকে
জেগে ওঠে মানুষের হাত;
প্রসারিত হয় ;

ক্রমশ তোমারই শ্বাসনালী লক্ষ্য করে।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন