বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ লোপামূদ্রা মুখার্জী




সু-মন
লোপামূদ্রা মুখার্জী


সুমন আমার ভালো লাগা ,
সুমন আমার সাধ,
সুমন আমার মেঘ বালক,
সুমন বেঁচে থাকে
সুমন আমার রোদ মিনার
জোছন ভরা রাত
সুমন আমার আঁকড়ে ধরে
ফসকে যাওয়া হাত,
সুমন আমার বালুকা বেলা
সুমন পৌষ মাস,
সুমনে মুক্ত পেলো আমার সর্ব কালের আশ
সুমন চিত্র পটে সমাজ টেনে আনে,
সুমন জানে টাটকা ভালোবাসার মানে
সুমন তোর কথাতে বসন্ত হাসে,
তুই জীবাশ্ম হলি সবজে ঘাসে
সুমন থাকিস পাসে ভালো দিন খারাপ দিনের ভোরে,
তোর সাথে সরাবো দূষণ
কাল বৈশাখী ঝড়ে





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন