দাম্পত্য
অমৃত অধিকারী
তার হাতে হাত নদীর ধারে
জলের ভাষা বুঝতে পারে
সে চিরদিন
ঢেউরা তাকে জলোচ্ছ্বলে
আদিমকালের গল্প বলে
অন্তবিহীন
সেই কবে কোন একলা নাবিক
হারিয়েছিলো রাতভোরে দিক
ইচ্ছে করে
তারপরে তার জলজ চোখে
স্বচ্ছতোয়া চন্দ্রালোকে
মুক্তো ঝরে
মিশলো আবার নদীর সাথে
সে জানে সেই রূপকথাতে
তুমিও ছিলে
দিক হারানো নৌকাখানা
ফিরবে কোথায় তার ঠিকানা
তুমিই দিলে
সে জানে সেই রূপকথাতে
তুমিও ছিলে
দিক হারানো নৌকাখানা
ফিরবে কোথায় তার ঠিকানা
তুমিই দিলে
তাও সে নাবিক পর হলো না
তুমিও এখন আর ভোলো না
সে রূপকথা
তাই বুঝি সেই মুক্তোগুলো
সযত্নে রোজ সাজিয়ে তোলো
দুই চোখে তার...?
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন