বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত




ওইতো আলো; দ্যাখোনি?
সিয়ামুল হায়াত সৈকত




তিনটি ফুলে জন্মের দাগ বুনে যায়
মৌমিতার হেয়ালিপনা পকেটে আটকে,
চিঠি খুলি আর স্বপ্নের বাড়িতে ভেসে যাই।
একচোখো জীবন পাড় করিনি আমরা..
বন্ধকী রাতে রেডিওর হুইসেল বাজে
চারপায়ে গুটিগুটি লেজুড় শহর দ্যাখি-
বাজে অধ্যায় ছাড়িয়ে দৈত্যের মুখোমুখি!
আমি অথবা আমরা বাঁচতে চাইনি
শহরের তোপে বন্ধ জানালায় সূর্য্যকিরণ চাই!
একফোঁটা চাঁদ হাসুক মেঠো অলিগলি ছেপে

বুকের ওপরে পা রেখে কতকাল বাঁচবি?





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন