অনুভব
শিরোনামহীন
ঈশানী রায়চৌধুরী
(১)
বুকের ভেতর থেকে ডানা মেলে ভীরু কবুতর
অমানিশা চুল ফুঁড়ে ফুটে ওঠে স্বাতী ও রোহিণী
চোখের গভীরে দেখো কী ভাবে যে লুকোনো আদর
বাজিকর , তুমি বুঝি সে জ্যোৎস্না কখনো মাখোনি ?
অমানিশা চুল ফুঁড়ে ফুটে ওঠে স্বাতী ও রোহিণী
চোখের গভীরে দেখো কী ভাবে যে লুকোনো আদর
বাজিকর , তুমি বুঝি সে জ্যোৎস্না কখনো মাখোনি ?
তুমি বুঝি বোঝোইনি খেলা আর খেলা নেই আজ
মুঠোর খোলামকুচি কখন মোহর হয়ে যায়
নাচনী পুতুল আমি .. ঘুঙুর ও সুর্মার টান....
মুঠোর খোলামকুচি কখন মোহর হয়ে যায়
নাচনী পুতুল আমি .. ঘুঙুর ও সুর্মার টান....
সকল চেতনা শুধু
অবিচল
রুমাল ওড়ায় !
(২)
আমার যত উপুড় হয়ে লেখাপড়ার দুপুরগুলো
আমার যত খাতার পাতা নষ্ট করা বর্ণমালা
আমার যত হারিয়ে ফেলা মুহূর্তরা চোখ রাঙিয়ে
এখন বলে , " বন্ধ রাখো
অন্ধকারে
গল্প বলা |"
এবং একুশ
আমরা, বাঙালীরা যতোই বড়াই করি কবিতা বুঝি বলে, আসলে আমরা জানি ই না কিভাবে একটি কবিতাকে, এক কবিকে সন্মান জানাতে হয় !! উঠে দাঁড়িয়ে সমবেত হাততালি দিন এই কবিতা টিকে !!
উত্তরমুছুন