নীরা বা রানী
অরূপজ্যোতি ভট্টাচার্য
নীরা না রানী কবির কল্পনা
চোখ নাক ঠোঁট কিছুই নিখুঁত নয়।
তলপেটে মেদ , বাংলার আট যেন নয়
আটপৌরে আর বেনারসীর দ্বন্দ্ব
কি সুন্দর বার্বি ডল।
আসল আর নকল
সুন্দর পেলব গড়ন
পাখির পালক না চোখের পলক
সব নিখুঁত। মাইক্রো মিনি সুন্দর মানিয়েছে।
নাকি মেনকা দাঁড়িয়ে আছে।
স্তনভারে একটু সামনে ঝোঁকা।
কাদা মাটিতে গোড়ালি একটু বসে আছে।
হয়ত বা নিতম্ভের ভার।
কবির চোখে রানী নয় নীরা।
খুঁত আছে, কিন্তু মন আছে।
সাধারণ কবির মনে অসাধারণ।
রানী নয়
একদম রক্ত মাংসের নীরা।
বাঃ !!চমৎকার !!
উত্তরমুছুন