বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ অনিন্দ্য মুখোপাধ্যায়




সেল্ফি
অনিন্দ্য মুখোপাধ্যায়



আমি আঁতেল চশমাধারী,
কথায় কথায় তর্ক করি,
আমার আমিটা খুব জঘন্য,যাচ্ছেতাই।
জানি প্রেম আজ ভোগ্যপণ্য,
আমিই মালটা অকর্মণ্য,
যখন তখন হঠাৎ করে সেন্টু খাই।
নাটক মানেই সারকারিনা,
প্রেম করতাম আর করিনা,
দুঃখ হলে জড়িয়ে ধরি পাশবালিশ।
পরীক্ষাতে ভরাই পাতা,
দুই পকেটে ভর্তি চোতা,
'ল পাহারায় রয়েছে গার্ড আর পুলিশ।
ইচ্ছে মতো গল্প করি,
সুযোগ পেলে গরম মারি,
এক নিমেষেই গাইতে পারি পর্নো গান।
চাহিদা মতো বলতে জানি,
রুমাল চেপে কাশতে জানি,
মুখোশ খুললে মুহূর্তে হই শয়তান।
শয়তানিটা চলছে চলুক,
বুকের মধ্যে আগুন জ্বলুক,
মাঝে মধ্যে শহরে আসুক বৃষ্টি দিন।
বৃষ্টির ঝাঁটে বৃষ্টি ভিজুক,
বৃষ্টি বেয়ে বৃষ্টি নামুক,
শাড়ীর সাথে আটকে থাকুক সেফটিপিন।
বৃষ্টি তুমি স্বপ্নে এসো,
আমার পাশে একটু বোসো,
বৃষ্টি Please, তোমায় নিয়ে লিখতে দাও।
এবার অবগুন্ঠন খোলো,
আমার শরীরে তুফান তোলো,
বৃষ্টি তোমার করুণাধারায় ভিজতে দাও।



এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন