রডোডেনড্রন
অঞ্জন বর্মণ
মুক্ত
করো এই দুঃখময়তার স্রোত
ডেকে
আনো অন্তহীন বসন্তের সকাল
ফাগের
আগুনে সিক্ত করো চোখ
বাস্পায়িত
অশ্রু হোক সমস্ত বেদনা...
অতঃপর
বসা যাক অনন্ত আলাপে
মনের
চাতাল ভাসুক রূপোলী জ্যোৎস্নায়
অন্ধকার খুঁজে ফিরুক টুকরো আড়াল
সঙ্গী
হোক চিরসবুজ রডোডেনড্রন।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন