শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

রেজা রহমান



আমার কী দোষ? 
রেজা রহমান



মড়া আমি পোড়া আমি ভালো
এক শুধু তুমি ছাড়া কে আর আমাকে পোড়ালো
আমারই আঙ্গিনা দিয়ে সেই তুমি গেলে আনবাড়ি
আমার কী দোষ বলো আমি যদি আর না-ই পারি?
আমি বিষে নীল আমি কালো
আঁধার মেঘের বুকে বিজুরিবহ্নিশিখা জ্বালো 
নির্বাপিত আমি স্তব্ধবাক
দেহাবশেষ নিক শ্মশানবন্ধু্রা ধূপ সুরভি ছড়াক ।
ঐ তো ফুটেছে ফুল পাখি ডাকে রাত্রি পোহালো 
চিতাভস্মটুকু শুধু নিজ হাতে অশ্রুজলে ঢালো ।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন