শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

কৌশিক গাঙ্গুলি



শপথ 
কৌশিক গাঙ্গুলি 


অনেকদিন পরমস্নেহে মা কপালে রাখেনি হাত .... 
অনেকদিন ভাইয়ের সঙ্গে গল্পে থাকেনি মত্ত , 
অনেকদিন তোমার আমার দেখা হয়নি বন্ধু - 
অনেকদিন কোনো নারীর ওষ্ঠ ছুঁয়ে বলিনিঃ 
ভালোবাসি.... 
সেদিন স্বপ্নে হারিয়ে যাওয়া সবুজ অরণ্যকে স্বাক্ষী রেখে রেখেছি শপথ মানবতার।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন