বৃষ্টি বিকেল
পিয়ালী বসু ঘোষ
বৃষ্টিসড়ক ঝাপসা হলেও
দৃষ্টি তেমন বার্তাবহ
ফেরার পথে সাহস করে
বন্দী করি মিথ্যে মোহ!
আজই কেবল ডুব দিয়েছে
সূর্য দেখি তোমার চোখে
আমিও কিছু শব্দ সময়
ধার চেয়েছি নিজেই যেচে!
জলের তলায় লুকিয়ে রাখি
নাম হারানো বিকেল যত
দুহাত দিয়ে মুছছি সবই
শ্যাওলাগুলো ইচ্ছেমত!
কাব্যি নামক প্রেম ছিল বেশ
বৃষ্টিদাগে মুছিয়ে দিল
একটু আলোর হা ঘরে সুখ
বেড়াল পায়ে পালিয়ে গেল!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন