অচিন কইন্যা ও তুই
অশোক তাঁতী
সদ্য গজানো শালুকপাতার ওপর একটা ডিমফোটা ফড়িং
ছায়াকে নিজ্ঝুম অঞ্জলি দিচ্ছে, শুরু হয়নি দিন
রোদ তখনো ফুটে ওঠে নি, নিষ্পাপ পুকুরের জল
তবুও একটা ভাঙন, যমুনা গাঙে ফাটল
ঘরতনে বের হল সে, আমার কান্দিল পরাণ
শোক যেন। পটচিত্র লাল হয়নি, সাদাকালো মেশা
আউলা ঝাউলা অঙ্গের বসন মাথার কেশ খুলা।
এ কোন অচিন কইন্যা জলের ঘাটে এসেছে একলা।।
আমি শুরু করছি, শুরু করছি গাওয়া
নীরবতা ভেঙে পড়ছে বাঁশি যোগিয়া
আজকের দিনটা তোর জন্য না
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন