আমাদের বাড়ি
সৌম্য বন্দ্যোপাধ্যায়
তোমার বাড়ি
টিভির স্ক্রীনে স্বচ্ছ ধুলো
নকশা কাটা পর্দাগুলো
দেওয়াল ফ্রেমে ইম্প্রেশনিস্ট ছবি
কাঁথা-সেলাই গালচে পাতা
এক পাশে তার তানপুরাটা
বেশ কিছুদিন গাইছে না ভৈরবী
শোবার ঘরের দরজাখানা
দুপুরবেলা খুলতে মানা
ভুলতে মানা অভিজ্ঞতার রাশি
বাষ্প হয়ে স্নানের ঘরে
সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ে
ভিজতে তাতেই তোমার কাছে আসি
আমার বাড়ি
দেওয়াল ছুঁলে ভুল হবে দিক
ছাদের কোণে ঝুলের গ্রাফিক
শুঁয়োপোকার স্বপ্নে সেটা
সমস্তদিন ক্লান্তিবিহীন এফ এম রাগে বাজে
সঙ্গতে তার ঘুরতে থাকা
বিষণ্ণ নীল সীলিং পাখা
মধ্যরাতে বাধ্য করে
পদ্যলেখা, ইতাদি সব অর্থবিহীন কাজে
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন