শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

প্রণব বসুরায়




স্পর্শ 
প্রণব বসুরায়



হঠাৎ কিছু ঘটতে পারে যেই ভেবেছি মনে
আমায় কেহ জড়িয়ে ধরে চন্দনে চন্দনে
আমি তখন টলায়মান, মাটিতে নেই পা
আঁধারও যে এমন আলো, জানাই ছিল না

#

এসব বুঝি কীর্তি তোমার? চুল খুলেছো রাতে
আঁশবঁটিটা সরিয়ে রাখো, স্পর্শ দেবো হাতে









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন