শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

মাহমুদ নজির

ধ্বস
মাহমুদ নজির 



একটানা
বাতাস বয়ে চলছে পাল্লা দিয়ে। 
হৃদয়জুড়ে জাগছে 
শিরশিরে কাঁপন ; 
মনোভূমির পাললিক স্তর ভেঙে ক্রমাগত ক্ষয়ে পড়ছে 
স্বপ্নের পলেস্তারা! 
ভাবি
যে ভিত স্থাপন করেছিলাম 
তিলতিল শ্রম আর ঘামে 
সেইখানেও অনন্ত ফাটল...
অর্জুন বৃক্ষের গোড়ায় 
গজিয়েছে ঘাস, পাথরকুচি! 
মাঝখানে ফুটো করে
চলে গেছে কাঠঠোকরা 
নিরুদ্দেশ পথে। 
কুয়াশার আড়ালে
ঘুমিয়ে আছে দিনের সূর্য ! 
হতাশায় বুক ধরফর, 
বাতাস থামছেনা। 
ভেঙে চলছে ডালপালা, 
ফসলি ভূমি...







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন