বুধবার, ২ মার্চ, ২০১৬

পাপিয়া গাঙ্গুলি

মেঘরূপি
পাপিয়া গাঙ্গুলি


এক মেঘের সাথে দেখা। লম্বাটে মত, সাদা ফোলা ফোলা এক মেঘ।
-তুই কি মেঘ পিওন?
-ঠিকানা কি তোর?
না, না, এমন কোনো কথোপোকথন হয়নি মেঘের সাথে।এমন কথা কাব্যে হয়।আর কাব্য লেখা কঠিন কাজ। সেদিন যা হল তাই বলি শুধু।
এক মেঘের সাথে দেখা হল, পাকদণ্ডীর নির্জনে।
সন্ধে নামার ঠিক আগে পথ আগলানো জমাট বাঁধা মেঘ। ছুঁয়ে দেখি প্রাণ আছে। মেঘের গভীরে প্রাণ আছে। বলি, "তুমি কি মেঘের মত মানুষ? না কি মানুষের মত মেঘ?"
মেঘ বলল, "আমি মেঘ দেশের মেঘ। মানুষও না ধোঁয়া মেঘও না"।
- মেঘ দেশ? সে কেমন? কত মেঘ সেখানে?
- আমরা যেখানে আরাম করি সেটা মেঘ দেশ।
সে দেশে হাসির আলো। কান্নারা সব মুখ ডোবানো।
যে মানুষদের চোখে মেঘের ছায়া পরে তাদের এক বুক দুঃখ ফুরফুরে মেঘ হয়।এমনি করে মেঘ জন্মায়। তারপর বৃষ্টি হয়ে মানুষগুলোর চোখেপুকুরে জমা নোনতা জল ধুয়ে মিষ্টি কর দেয়। চোখে তখন লাল নীল মাছের খেলা।
মেঘ বলল, যাবি?
মন বলল, এমনি করেও বাঁচা যায়।
মেঘের হাতে আমার হাত, নরম মেঘের ছোঁয়া গালের পাশে। পা দুটো মেঘ হতে শুরু করলো হৃদ্‌পিণ্ড তখনও বেঁচে।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন