বুধবার, ২ মার্চ, ২০১৬

পলাশ কুমার পাল



মা তুমিই গর্ব
পলাশ কুমার পাল


বাংলা-বর্ণমালা ঠোঁটে আধো আধো বুলি
অস্তিত্ত্বের জাতিস্মর।
হে শিশু, তোমার ভাঙা ভাঙা শব্দে পুনর্জন্ম;
যত শুনি কিলবিল করে ওঠে মাতৃস্নেহ...
মন্থনে শৈশব।

অক্ষরে অক্ষরে এক-একটা শ্বাস
পৌষালি ক্ষেতের রোদ,
পরিযায়ী পাখি মেখে নেয় ক'দিনের সবটুকু!

তবু বলি, পরিযায়ী নই!
বৃষ্টির নিঃশব্দ আঁকিবুঁকি দাগ জানলার কাঁচে
আজও ভুলিনি উলগুলান!

শব্দের মশাল ছুটে চলে
পাহাড় ঢিঙিয়ে
বন ঢিঙিয়ে
...কোনো সম্মেলনে-
কলমের গর্ভ থেকে বেড়িয়ে আসা কল্লোল...

'মা তুমিই গর্ব!'
মৃত্যুর পরও চিরস্বপ্ন-আঁচলে ঢেকে
শহীদদের খাওয়াও স্তন। 










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন