বুধবার, ২ মার্চ, ২০১৬

রেজা রহমান



অনধিকার চর্চা 
রেজা রহমান


কী যে কখন বলো কিছু যদি কাণ্ডজ্ঞান থাকে
কখনো কি কেউ কিছু জিগ্যেস করেছে তোমাকে?
এক তুমি একা তুমি কোন একা কবে সুখি হায়
দুঃখের কথা বলো দুঃখ কি তোমাকে মানায়?

যখন প্রেমের কথা বলো তুমি যেন খৈ ফোটে
বোঝো কি আসলে তার বিন্দুবিসর্গটি মোটে?
তোমার তো ঘর নেই ঘরের কথা যে বলো বড়ো
কিছু বলবে না তুমি শুধু দেখে যাও শোনো পড়ো ।

লিখতে চাইবে কেন লেখাটা যে বলা কে না জানে
কাজ কি এখন খুঁজে নষ্ট এই জীবনের মানে?






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন