আলোর খেলা
ব্রতী মুখোপাধ্যায়
মুখের ওপর আলো পড়ছে, পড়ছেই
তার বড়ো কষ্ট তাকে কেউ দেখতে পাচ্ছে না
সামনের দিকে, মাথার চুলের নিচে
কপাল, আলো পড়ছে কপালে
তার নিচে ধনুকের আদলে দুই ভুরু, সেখানেও
তারপর চোখের পাতা, চোখ, নাক, নাকের ফুটো, ঠোঁট,
ঠুতনি, গলা, এদিকে ওদিকে কান ছুঁয়ে একটি করে গাল
আলো পড়ছে সর্বত্র
রথ, রথের চূড়া, ধ্বজা, সর্বত্র
তার বড়ো কষ্ট তাকে কেউ দেখতে পাচ্ছে না
ঠিকঠিক দেখতে পাচ্ছে না
এভাবে সে জানল আলোতেও সবকিছু দেখা যায় না
অনেক কিছুই দেখা যায় না, অন্তত
আলোর আবার হাত পা বাঁধা
একটুও লুকোতে পারে না যা আর কি সবচাইতে অসুন্দর
যা কারো দেখতে ইচ্ছে করে না
চোখ পড়লেই মানুষজন মুখ ফিরিয়ে নিতে চায়, আর নেয়ও
আলো তাও দেখায়, দেখায় আবার চোখে আঙুল দিয়েই
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন