দহন
রূপক সান্যাল
ঘরের মসৃণ মেঝেতে সমুদ্রের ঢেউ উঠলে
পিঁপড়ের মিছিল, মৃত প্রজাপতিদের হলদে
ডানা বয়ে নিয়ে যাবে -
আমার সব ক্ষোভ-দুঃখ-অভিমান, যুগ যুগ
চাপা ছিল কয়লা খনির বুকে – জ্বালানীর খুব
অভাব ব`লে, কে যেন
তাকে তুলে নিয়ে এলো আজ … …
আমার এই বুক-ভাঙা-বুক
দহনের সহায়ক হবে খুব ?
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন