বুধবার, ২ মার্চ, ২০১৬

অনাদি চক্রবর্তী



তৃষিত ফাগুন
অনাদি চক্রবর্তী


এই মধুমাসে
সুনীল আকাশে 
উদাসী দক্ষিণা বায়,
কুঞ্জে কাননে
মধু গুঞ্জনে
মধুকর আজি ধায়।


শিমুলে পলাশে 
খুশী উচ্ছাসে
প্রেমের অরুণরাগে,
ফাগুনের সাজে
মম হিয়া মাঝে
পুরাতন স্মৃতি জাগে।

আজ পড়ে মনে
এমনি ফাগুনে
কৃষ্ণচূড়ার ছায়,
প্রতিদিন এসে
মুখোমুখি বসে
থাকতাম দুজনায়।

ঝড়া ফুলে ফুলে
বৃক্ষের তলে
রক্তিম আভরণে,
অজান্তে কত
স্বপ্ন জাগাত
শিহরণ দেহ মনে।

সোনালী বিকেলে
গঙ্গার জলে
সূর্যি ডোবার পালা,
অরুণ আভায়
কি মুগ্ধতায়
সাজাত বরনডালা।

পূর্ণিমা রাতে
কাক জোছনাতে
সে মোরে শোনাত গান,
বেদনা বিধুর
সে গানের সুর
কাঁদাত আমার প্রাণ।

আজও মধুর আবেশে
বসন্ত আসে
আসে সে ফাগুন বেলা,
শুধু তাহার বিহনে
তৃষিত ফাগুনে
দারুণ দহণ জ্বালা।



এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন