শেষপ্রহর ডাকছে
কাজী এনামুল হক
(আঁচলে শুকনো ফুল গিঁট খুললে কি বলে বুঝেও বুঝ না)
চলে যাবো, থাকবো না বেশীক্ষণ ফুরিয়ে এসেছে সব আয়োজন,
খেলা শেষ মেলা গুঁটিয়ে এবার যে যার ঘরগেরস্থালী নিয়ে ব্যস্ত।
কোন ব্যস্ততা নেই; ধুতির কোচাটা ঠিক করে দিও, নিজেই দিও-
আর কাউকে হাত লাগাতে দিও না, ও শুধু তোমারই অধিকার।
জাত-পাত মানিনি কোনদিন মন থেকে, বহি:প্রকাশ হয়নি তার,
অন্ধ সমাজ দ্ধন্ধে ভরে দিয়েছে জীবনের জর্দার কৌটা দিনরাত।
খুললেই আশপাশ ভরে গেছে কেমন নেশা নেশা গন্ধে প্রতিনিয়ত,
বুঝেনি কেউ, না সেও বুঝতে পারল না! বোঝাবার চেষ্টা ব্যর্থ।
অনুনয় বিণয় করে ভালবাসা হয় না, ওতে মান অভিমানটুকু
ভাঙ্গান যায় শুধু! প্রেম খুব গভীর থেকেই উৎসরিত হতে হয়।
মুখে মুখে ছলাকলা সবাই জানে, অন্তর্নিহিত ভাব বুঝা কঠিন,
ওতে গর্ব করার চেয়ে অত বড় বোকামী পৃথিবীতে কিছু নাই।
কষ্টের রং যদি হয় নীল, তাহলে নীলে নীল নীলকন্ঠ হয়ে গেছি,
যতটুকু বাকি আছে, আছে কি কিছু! না শুধু শেষপ্রহর ডাকছে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন