অকৃত্রিম প্রেম......
পিনাকী
তোমার শরীর -
পড়ে আছে বিছানার প’রে – অচেতন
পাশে ব’সে আমি... রাত্রিদিন।
একদিন এসেছিলে – লজ্জার আবরনে ঢেকে
সুগন্ধি বুকে মুখ গুঁজে... সারাদিন
যেন নদীতে পাল-তোল নৌকো... ভাসে উদাসিন।
আজ সেই খাটে...তোমার পাশে – দৃষ্টি অপলক
কালের ঘণ্টাধ্বনি ভেসে আসে অন্ধকারের ওপার হতে।
মনে পড়ে তোমার আমার অর্ধশত দাম্পত্যের প্রতিটিদিন,
আজও যেন সদ্দফোঁটা ফুল অমলিন।
ফিরে দেখি তোমার যন্ত্রণা কাতর মুখ ...
অস্ফুট কথা ভেসে আসে...তারপর সব চুপ।
শেষবারের মতো চুম্বন করি... ঠোঁটে,
আরও একবার বুকভরে নিতে চাই সেই সুগন্ধ – ঠিক আগের মতো।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন