সীমানা
শান্তনু দাশ
তোমাকে গুছিয়ে রাখছি
নিষেধের বিছানায়
স্বৈরাচারী ভাবো বুঝি?
অথচ দিনের শেষে কেমন বিমূর্ত হয়ে ওঠো
দুহাত বাড়িয়ে উড়িয়ে দাও অবিচল
পাহাড়ি উপকথা
কলকাতা আসলে এক অরণ্যের ছদ্মনাম
প্রতিটা অন্ধকারের ভাঁজে
তোমার আরাত্রিক হাতছানি
সীমানা পেরিয়ে আমিও যাযাবর
অমরত্ব নয়, মৃত্যু এনে দেবে আফ্রোদিতি?
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন