বুধবার, ২ মার্চ, ২০১৬

সৌমেন গুহরায়



যাত্রাপথ
সৌমেন গুহরায়


যা আমি জানি যা আমার একান্তই সে আমার যাত্রাপথ
কেউ আসে কেউ যায় কেউ বা কিছুটা সময় 
রয়ে যায় কাছে
এভাবেই এসেছিল অপত্য স্নেহ মায়া মোহ 
নির্বাক নিরুপদ্রব উৎপাত কিছু ও
উঁকি দিয়ে দেখে যায়
সম্পর্কের অভিঘাতে
এভাবেই এসেছিল প্রেম বারেবারে 
আমি অবাক হতাম 
এই যাওয়া আসা দেখে
যাত্রাপথ যার যা নিজস্ব 
আমি পিছিয়ে পড়ছিলাম 
আমার ভিতরে এক অনিবার্য যাত্রাপথ
স্পষ্টতই যা আমি দেখতে পারছি আজ






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন