বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

দীপ রায়




শিবির
দীপ রায়




শিবির চাইছে নিরন্তর পিঠচাপরানি
বত্রিশ পাটির মোড়কে ক্ষতস্থান লুকিয়ে
তুমি উজাড় করে দিচ্ছ নিজেকে প্রতিনিয়ত

তোমার টানাটানির ঘরে অবিবাহিত কন্যা
তোমার শরিকি বিবাদে দ্রুত রফা দরকার
তোমার বাড়ির বারান্দা বাড়াতে
চাই এন ও সির সাক্ষর
অথবা এরকমই আরও খুঁজে পেয়েছো তুমি
আরও তেরো হাজারটি কারণ

তুমি সমঝে চলছো খুব জল মেপে
তোমার প্রতি পদক্ষেপে লেগে
টুকরো টুকরো আপস
একটি কঞ্চির মাথায়
বাঁধা পাতলা কাপড়
তোমার কব্জিতে ধরা
দাঁড়িপাল্লা, আকাঙ্খা-আশ্বাস

তুমি এগিয়ে চলছো
তুমি এগোবে ভাবছো
নীরবে ঘষে মেজে
উপযুক্ত করে তুলছো নিজেকে

শিবির চাইছে নিরন্তর পিঠচাপরানি
তোমার হাতে প্রায়শই হালকা ব্যথা হয়





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন