ছুঁয়ে থাকা নদীর উজান
সহেলী চক্রবর্তী
মাঝরাতে ফের বাইরে দমকা হাওয়া
কুহকিনী মেঘে ঢাকে জোৎস্নার মুখ
জীবন মানে কি এভাবেই ফিরে পাওয়া ,
গত বর্ষায় ফেলে আসা যত সুখ ?
ভেজা চিলেকোঠা , দালান , আলসে , বাড়ি
ভেজা ভেজা মন আর ভেজা পথঘাট -
আলতো আঙুল মায়াবী আবেশে পাড়ি
মল্লারে শিখি মনকেমনের পাঠ।
ভুলে যাওয়া সব দুঃখরা ফিরে আসে
কার লাগি যেন এ হৃদয় থরোথর ,
বিরহশয়নে অস্হির রাত জাগা
বুকের মধ্যে ধু ধু করে ফাঁকা চর।
সঘন গহন রাত বড়ো মায়াময়
একা জানালায় বৃষ্টি মাখছি হাতে ,
তুমিও হয়তো একইভাবে দরজায়
দাঁড়িয়ে রয়েছো আমারই প্রতীক্ষাতে ।
মাঝে কিছু শুধু নামহীন রাস্তারা
বর্ষার রাতে আরো দূরে , মৃদু পায়,
তুমি আর আমি তবু মিশে একাকার
দূরত্বটুকু নদী হয়ে বয়ে যায়।।
এবং একুশ
ভালো লাগল
উত্তরমুছুন