বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

শান্তনু দাম




সায়ংকালীন সন্ধিক্ষণে
শান্তনু দাম




সন্ধ্যা নেমে আসে

পাখিরা ঘরে ফেরে

দিনের অবশেষে

ক্লান্তি ছেঁকে ধরে।

ছেলেরা মাঠে বসে

খেলার পাট সেরে।

কোথাও কিশোরীরা

হাসিতে ফেটে পরে

প্রেমিক প্রেমিকারা

নিরালা খুঁজে ফেরে।

নতুন গৃহবধূ

স্বামীর পথ চেয়ে

একেলা ভাবে শুধু

কি কবে কাছে পেয়ে।

পড়ুয়া শুরু করে

সরব পূঁথিপাঠ

নিরালা হতে থাকে

নিঝুম পথঘাট।

এ হেন সন্ধ্যায়

শিল্পী খুঁজে পায়

তাঁরি সুরের রেশ

নিজের সাধনায়।।






এবং একুশ

২টি মন্তব্য: