বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

শুভাশিস সিংহরায়




অস্তিত্ব
শুভাশিস সিংহরায়



আসলে

মানুষের আলাদা কোন অস্তিত্ব নেই ...

সমাধি জুড়ে আবার

ফিরে এসেছে হিমযুগ

কল্পনাতীত শূন্যতার হাত ধরে

দোদুল্যমান

বটের ঝুরিকে সাক্ষী রেখে

জীর্ণ সিঁড়ির সারি

তরতরিয়ে নেমে গেছে হাঁটুজলে

ঠিক যেখানে মিশেছিল আলতা ছাপ ...

পূর্বনির্ধারিত চিত্রকল্পে

নিহিত নুপুর......


আসলে

মানুষের আলাদা কোন অস্তিত্ব নেই

এক মুঠো স্মৃতি ছাড়া









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন