কথাতেই
পলাশ কুমার পাল
কথাতেই ভাসি কথাতেই জাগি
কথাতেই রাখি মাথা-
ভাবনাগুলো কার পাশে শুলো
বিনিদ্র রূপকথা...
শ্রাবণ ঝরে ঐ উল্টে যাই বই
নদীপারে একা ডিঙি;
দীর্ঘশ্বাস শুধু মাঝিহীন ধুধু
ঢেউকাব্য উদাসিনী।
কথাতেই তুমি কথাতেই আমি
কথাতেই ভেজে ভূমি;
চাঁদহীন আজ তারাহীন রাত
কথাকেই যায় চুমি।
ডাকনামে সেথা মিঠেছোঁয়া একা
বেজে যায় রাতবাঁশি;
সুরে সুরে গাঁথা মরমের ব্যথা
কথাতে সে মুক্তোহাসি!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন