ঈশ্বর নির্বাসনে
তন্ময় সাহা
ঈশ্বর তুমি কাকে ভালোবেসে
সর্বত্র আছি বলে, গেলে নির্বাসনে,
এ কেমন প্রেম রেখে গেলে প্রেমময়,
যেখানে চোখের জলে মানুষ তোমায় খোঁজে।
মুখ ফিরিয়েই যদি নেবে তবে
কেন এতো কবিতা লিখল মানুষ,
ফিরে এসো ঈশ্বর, গ্রহন করো
এই চোখের জল, ভালোবাসার পুষ্প।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন