প্রত্যাশার পাশেই
রূপক সান্যাল
প্রত্যাশার পাশেই তুমি ঘুমিয়ে আছ, মেঘ,
কোনদিন কথা রাখলে না –
যতই চেয়েছি নিশ্চিন্ততা, তুমি পুড়িয়েছ
সাংকেতিক ধূপ
আমি কি অত বুঝি ?
পৃথিবীতে জন্মের চেয়ে মৃত্যু হয়েছে বেশি
তাই কি এখনো ছুঁয়ে আছি এইসব শিশুর শরীর?
ভেজা বালুর ওপর কোন্ গুঢ় চিহ্ন এঁকেছিল ওরা?
জড়তার কত রূপ দেখিয়েছ তুমি … …
প্রত্যাশার পাশেই চিরদিন ঘুমিয়ে থেকেছ, মেঘ,
কোনদিন কথা রাখলে না –
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন