বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

সোমস্নিগ্ধ মুখোপাধ্যায়




জাতিস্মর
সোমস্নিগ্ধ মুখোপাধ্যায়







চূড়ান্ত ধ্বংসের পরে -

যদি শুধু বেঁচে থাকি তুমি আর আমি আর আমাদের মেয়ে,

তবে সেই গাঢ় অন্ধকারে,

নক্ষত্রের শাশ্বত আলোয় নতজানু হয়ে,

আমি শুধু চেয়ে নেব, হে ঈশ্বর - বাগানের শুধু এক ফুল,

যে ফুলের নাভীমূলে যত্নে রাখা পরাগকেশর -

আবার নতুন করে সভ্যতার জন্ম হবে বলে,

স্বভূমি যে চিনে নেবে অবিকল নিখুঁত, নির্ভুল।







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন