সোমবার, ১ আগস্ট, ২০১৬

মনিরা রহমান ঊর্মি






আঁধার...
মনিরা রহমান ঊর্মি



দু একটা ড্রাগন কিংবা ডায়নোসরের মত নয়
একঝাক নীলতিমির মত দুঃখ আছে আমার।
ওদের সাথেই নিত্য বসবাস।

মাঝেমধ্যে সমুদ্র পৃষ্ঠদেশে ভেসে ওঠে
অক্সিজেনের প্রয়োজনবোধে
তখনই চট করে একঝলক রোদ মেখে নিই গায়ে
আবার তলিয়ে যাই কয়েকশ ফুট নীচে

সমুদ্র তলদেশে, মুখগুজে পড়ে থাকি...
একা।
অন্য এক জগতে, যেখানে আলো ভীষণ ক্ষীণ
অন্ধকার বরফ শীতলতায়, স্নায়োবিক অসারতায়
কাটে রাত-দিন।

যদিওবা, দিন কিবা রাত বিশেষ কোনও পার্থক্য বোধগম্য নয়,
যেখানে আলো আমাকে ছুঁতেই পারেনি,
তবে কি করে ভোর হয়?

আকাশে যাই থাকুক,
সূর্য কিংবা চাঁদ
সমুদ্র তলদেশে কেবলই
আমার..
অমাবস্যার আঁধার
বিদঘুটে কালো রাত।









এবং একুশ

২টি মন্তব্য:

  1. ভালো লিখেছিস দোস্ত। তবে চিন্তা করিস না, আঁধারের বিপরীতে আলো থাকবেই। মন্দ কোন কিছুই চিরস্থায়ী নয়। আর তোকে আঁধারে হারাতেও দিবো না... ♥♥♥

    উত্তরমুছুন