বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

পিয়ালী বসু ঘোষ

অমরাবতীর চাঁদ
পিয়ালী বসু ঘোষ


উভচর জীবন আমার
ডাঙায় বাঁচি
জলে ভাসি
কখনও একা, পরিপাটি
কখনও পিচ্ছিল পথে গুটিপোকার সাথী


প্রজাপতি শরীর পাবার স্বপ্নে, ছুঁয়ে দি'ই মৃত যুবকের ঠোঁট
জ্যোৎস্না এসে চুমু খায় প্রেমে, অপ্রেমে, মোহে
জীবাশ্মের উপর দিয়ে হাঁটতে হাঁটতে
আকাশের কোলাজ দেখি
পরাবাস্তব বৃষ্টিতে ভেজে অ-দরকারী মেঘ

একা বসে দ্রাঘিমার দূরত্ব মাপে
অমরাবতীর চাঁদ

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন