তুমি অনন্যা
ত্রিভুবন জিৎ মুখার্জী
চাঁদ তোমায় দেখে মুখ লুকোয় মেঘের আড়ালে
বাতাস তোমার সুবাসে মাতোয়ারা
ফুল তোমার আগমনী বার্তা আনে
আকাশ থেকে পুষ্প বৃষ্টি ঝরে
নদী গায় তোমার রূপের গান
তুমি অনন্যা তুমি মন কর মাতোয়ারা।
আমি আকাশ থেকে চেয়েছি তোমায় মেঘের আড়াল থেকে
বৃষ্টি মধুর রাতে দেখি তোমায় আপন মনে
চাঁদের পানে চেয়ে দেখি তুচ্ছ সে তোমার কাছে
তাই আমি তোমায় দেখি দু চোখ ভরে ।
এবং একুশ
ত্রিভুবন জিৎ মুখার্জী
চাঁদ তোমায় দেখে মুখ লুকোয় মেঘের আড়ালে
বাতাস তোমার সুবাসে মাতোয়ারা
ফুল তোমার আগমনী বার্তা আনে
আকাশ থেকে পুষ্প বৃষ্টি ঝরে
নদী গায় তোমার রূপের গান
তুমি অনন্যা তুমি মন কর মাতোয়ারা।
আমি আকাশ থেকে চেয়েছি তোমায় মেঘের আড়াল থেকে
বৃষ্টি মধুর রাতে দেখি তোমায় আপন মনে
চাঁদের পানে চেয়ে দেখি তুচ্ছ সে তোমার কাছে
তাই আমি তোমায় দেখি দু চোখ ভরে ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন